শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ০৭:১৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭ ০৩:৩৫:০৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ক্লিনিকের পাওনা পরিশোধে নবজাতক বিক্রি!

একদিকে অভাব ও অন্যদিকে একাধিক কন্যা সন্তানের কারণে নবজাতককে যেতে হলো অন্যের ঘরে। নবজাতক শিশুকন্যাকে বিক্রি করে ক্লিনিকের পাওনা পরিশোধ করল খুলনার পাইকগাছার এক দম্পত্তি। গত ১২ ডিসেম্বর পাইকগাছা ফারিন হসপিটালে স্মরণখালী গ্রামের দিলিপ সরদারের স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেয়। এর পূর্বে এ পরিবারে আরো ২টি কন্যা সন্তান থাকায় নবজাতকের প্রতি চরম অবহেলা ও অযত্ন দেখা দেয়। এমনকি জন্মের পর নবজাতককে বুকের দুধও দেয়া হয়নি বলে জানা গেছে। বিষয়টি জানার পর পৌরসভার সরল গ্রামের লক্ষ্মণ সরদারের স্ত্রী কবিতা রাণী সরদার ১৩ ডিসেম্বর সকালে উক্ত হসপিটালে গিয়ে খোঁজ-খবর নিয়ে শিশুটি নেয়ার জন্য আগ্রহ দেখায়। এক পর্যায়ে শিশুটির পিতা-মাতা ক্লিনিকের টাকা পরিশোধের দাবি করে। কবিতা রাণী ক্লিনিক কর্তৃপক্ষের সাথে কথা বলে ৪ হাজার ২শ’ টাকা পরিশোধ করে শিশু সন্তানটি নিয়ে যায়। এ ব্যাপারে শিশুটির পিতা দিলিপ জানান, অভাবের শিশুটি বিক্রি করা হয়েছে। লক্ষণ চন্দ্র সরদার জানান, তাদের কোন সন্তান না থাকায় শিশুটিকে তার স্ত্রী কবিতা রাণী সরদার কিনেছে। হসপিটালের মালিক জাকির হোসেন মিন্টু জানান, হাসপাতালের ভেতরে শিশু বিক্রির ঘটনা ঘটেনি। যদি ঘটে থাকে তাহলে তা হসপিটালের বাইরে ঘটে থাকতে পারে।





আরো খবর