শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ১০:৪৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭ ১০:০৯:৩২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় ১২ নেতাকর্মী আটক

ঢাকা: বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে রাজধানীর হাইকোর্ট এলাকায় দাঁড়ানো অবস্থায় ১২ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এদের মধ্যে পাঁচজনকে বার কাউন্সিলের গেটের সামনে থেকে ধরা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) জানান, তারা বিএনপির কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে। ডিসেম্বরের ৫ তারিখে আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে। আটকরা এই মামলার আসামি কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে। মঙ্গলবার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন খালেদা জিয়া। আটকরা তাকে অভ্যর্থনা জানাতে হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়েছিলেন।





আরো খবর