রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০২:৩৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭ ০৪:১৬:৪৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেস এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল্লাহ (৩১) নামে এক যুবক নিহত হয়েছে। তবে, পুলিশের দাবি নিহত আব্দুল্লাহ ডাকাত দলের সদস্য। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার আড়াইউড়া গ্রামের শামসুলের ছেলে আব্দুল্লাহ। পুলিশের দাবি, বিজি প্রেস মাঠ সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো কয়েকজন ডাকাত সদস্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষের গুলি বিনিময়ে আব্দুল্লাহ নিহত হয়। তবে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩রাউন্ড গুলি, ৩টি কার্তুজ ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদুজ্জামন ও এসআই মারগুব তৌহিদ আহত হয়েছেন। তাদেরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দাবি করেন এসআই মিজানুর রহমান। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।





আরো খবর