রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০৪:৩৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭ ০৪:১৫:২৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

চাঁদা না পেয়ে হাতি দিয়ে দোকান ভাঙচুর, সংঘর্ষে আহত ৩

দিনাজপুর: দিনাজপুরে হাতি দিয়ে বিভিন্ন সড়ক ও মহাসড়কে বেপরোয়াভাবে চাঁদাবাজি চলছে। এ নিয়ে প্রতিদিন ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। দিনাজপুরের বীরগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজির সময় ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ সময় হাতির এক মাহুতের সহযোগিকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় এক অটোরিকশা চালকসহ ২ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজারে ঘটেছে এ ঘটনা। স্থানীয়রা জানান, দুপুরে ২টি হাতি নিয়ে ৬ জন লোক শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজারে আসে। এ সময় তারা হাতি দিয়ে বিভিন্ন দোকান হতে ২০ হতে ৪০ টাকা করে চাঁদা তুলতে থাকে। অনেক দোকানদার ওই পরিমাণ টাকা দিতে না পারায় হাতি দিয়ে তাদের উপর চড়াও হয় হাতির মাহুত। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে তারা হাতি দিয়ে দোকান এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। ব্যবসায়ীরা তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে হাতির মাহুত হাতিকে দিয়ে একটি অটোরিকশার উপর হামলা চালায়। হামলায় পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের শ্যামল দেবনাথ (৩২) নামের এক অটোচালকসহ দুই যাত্রী আহত হয়। এ ঘটনার পর এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হাতিগুলিকে ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে হাতি ফেলে তারা পালিয়ে যায়। পালিয়ে যাবার সময় জয়পুরহাট জেলার ধামোর উপজেলার উত্তর চক্রমোহন গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে মো. সাইফুল ইসলাম (২৮) নামের একজনকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে দেয় এলাকাবাসী। শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিষদের কাজে বর্তমানে আমি উপজেলা সদরে থাকার কারণে সংর্ঘষের সঠিক কারণ সম্পর্কে অবহিত নই। ঘটনার পর বিষয়টি আমাকে বীরগঞ্জ থানা প্রশাসন অবহিত করেছে। তবে পালিয়ে যাবার সময় হাতিগুলি রেখে গেছে বলে জানতে পেরেছি। আমি এ ব্যাপারে খোঁজ খবর রাখছি এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিষদের উপস্থিত সকলকে যাবতীয় নির্দেশনা দিয়েছি। বীরগঞ্জ থানার এসআই প্রাণ কৃষ্ণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা জেনেছি। তবে লিখিত ভাবে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিনকে অবহিত করা হয়েছে। এদিকে দিনাজপুরে হাতি দিয়ে বিভিন্ন সড়ক ও মহাসড়কে বেপরোয়াভাবে চাঁদাবাজি চলছে। এ নিয়ে প্রতিদিন ঘটছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। বিশেষ করে দিনাজপুরের ফুলবাড়ী, ঘোড়াঘাট, হাকিমপুর (হিলি) সড়কে প্রতিদিন যানবাহন আটক করে হাতি দিয়ে চাঁদাবাজি করছে এক শ্রেণির অসাধু ব্যক্তি। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে হাতিকে রাস্তার মাঝখানে দাড় করিয়ে বাস, ট্রাক আটক করে রাখা হয়। এ নিয়ে সৃষ্টি হয় যানজট। সমস্যায় পরে যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা। এছাড়াও সড়কের ধারে দোকান-পাটেও চাঁদা তোলা হয় হাতি দিয়ে। টাকা না দিলে হাতির শুড় দিয়ে অনেক কিছু উল্টিয়ে ফেলে দেয়া হয়। ফলে ভয়ে টাকা দেয় অনেকে। আবার কেউ কেউ প্রতিবাদ করে এ নিয়ে। একারণে প্রতিদিন ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।





আরো খবর