রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০৪:০৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭ ০২:১৪:৪০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

প্রশ্ন ফাঁসের ঘটনায় বরগুনায় ২৪৮ স্কুলের পরীক্ষা স্থগিত

বরগুনা: বরগুনায় মাধ্যমিক বিদ্যালয়ের পর এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস হয়েছে। এ কারণে মঙ্গলবার বরগুনা সদর উপজেলার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ইংরেজি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাহবুবুল আলম ও বরগুনা প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের (পিটিআই) সুপার মো. জাহাঙ্গীর আলম। ওই কমিটির আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। মঙ্গলবার বরগুনা সদর উপজেলার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা ছিল। কিন্তু আগের দিন সোমবার পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। পরে বিষয়টি জেলা প্রশাসন আমলে নিয়ে পরীক্ষা স্থগিত করে। এ ছাড়া চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রথম শ্রেণির পরিবেশ পরিচিতির প্রশ্নও ফাঁস হয়। জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগ জানিয়েছে, যাচাই-বাছাই সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। শুধু এ তিন বিষয়ের প্রশ্নই ফাঁস হয়নি, অন্যান্য শ্রেণির একাধিক বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান জানান, ঘটনা তদন্তে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় গত ৯ ডিসেম্বর ওই বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়। পরে নির্ধারিত সময়ের (সকাল ১০টা) তিন ঘণ্টা পর বরগুনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নতুন প্রশ্ন করে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের দুই শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। যে দুই শিক্ষককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন- ওই বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক মো. বাবুল আক্তার এবং ভৌত বিজ্ঞান বিষয়ের শিক্ষক ননী গোপাল।





আরো খবর