রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০১:৪০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭ ০২:০৮:৩৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

গাজীপুরে প্রসাধনী কারখানায় আগুন: দগ্ধ ১১, ৪ জনের অবস্থা আশংকাজনক

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি প্রসাধনী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর এলাকায় অবস্থিত এসএস কসমেটিকস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনে দগ্ধ ১১ শ্রমিকের পরিচয় জানা যায়নি। দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কালিয়াকৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান জানান, গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কালিয়কৈরের ৩টি ও গাজীপুরের ১টি ইউনিট কাজ করছে। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম শীর্ষ নিউজকে জানান, এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহায়তায় দগ্ধদের উদ্ধার করা হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।





আরো খবর