বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ০৩:৫৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ০৫:৫৪:৪৮ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

জাপার সবাই শুধু খাই খাই করে: এরশাদের ভাতিজা

রংপুর: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) বিদ্রোহী মেয়রপ্রার্থী ও এইচএম এরশাদের ভাতিজা এইচএম আসিফ শাহরিয়ার বলেছেন, এরশাদের দলে কেউ টাকা ছাড়া দল করে না, সবাই শুধু খাই খাই করে। দল থেকে তাকে বহিষ্কারের পর শুক্রবার সন্ধ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এইচএম আসিফ এ কথা বলেছেন। রসিক নির্বাচনে জাপার বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেছেন চাচা ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং পার্টি চেয়ারম্যানের নির্দেশ ও সিদ্ধান্তকে অমান্য করে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় শুক্রবার সকল পদ ও পদবী থেকে তাকে বহিষ্কার করা হয়। একই সাথে পার্টির কোনও সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করলে তাকেও বহিষ্কার করা হবে বলে জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ঘটনায় এরশাদের পরিবার ও দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে, সিদ্ধান্তের পরও আসিফ শাহরিয়ার তার কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় এইচএম আসিফ শাহরিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরশাদের পরিবারের কাছ থেকে ক্ষমতা বা নেতৃত্ব কেড়ে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে একটি কুচক্রী মহল। কীভাবে পার্টিকে নেতৃত্ব শূন্য করা যায় এবং এরশাদের পরিবারকে জাপা থেকে দূরে রাখা যায় সেই দুরভিসন্ধি চিন্তা থেকেই এরশাদকে ভুল বুঝিয়ে আরও খাদের কিনারায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। আমার ভোটব্যাংক আছে। এরশাদের ভাতিজা বলেন, পার্টির কিছু নেতা আদর্শের রাজনীতি ছেড়ে এখন টাকা কামানোর ধান্ধায় ব্যস্ত। গরীব-অসহায় মানুষের রিলিফের টাকা লুট করে পকেট ভারী করে চলছে অনেক নেতা। এরশাদের দলে টাকা ছাড়া কেউ দল করে না। সবাই শুধু খাই খাই করে। ওই সকল খাই খাই নেতা একজোট হয়ে আমার বিরুদ্ধে লেগেছে। টিআর প্রকল্পের টাকা খেয়েছে ওরা। তারা মনে করেছিল আমি মেয়র পদে মনোনয়ন তুলে নিব। কিন্তু আমি তাদের পাত্তা দেই না। আমি মেয়র পদে ভোট করব। জাপার মনোনয়ন প্রাপ্ত প্রার্থী রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আসিফের বয়স কম, সে রাজনীতিতে ইমম্যাচিউরড (অপরিপক্ক)। তার সঙ্গে কেউ নেই, জাপার সকল নেতাকর্মী আমার পক্ষে রয়েছে।





আরো খবর