বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ০১:২৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৯:১৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

নাটোরে ভূমিদস্যুদের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১৫, ভাঙচুর-লুটপাট

নাটোর: নাটোরের সিংড়ায় ভূমিদস্যুদের হামলায় ৬জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫জন আহত হয়েছে। এ সময় ২০টি বাড়ি-ঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল কাউয়াটিকরি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সম্প্রতি চলনবিলের সিংড়া-তাড়াশ-বারুহাশ রাস্তার চারমাথা মোড় খাল দখল করে ভমিদস্যু সামাদ মৃধা মার্কেট নির্মাণ করার জন্য মাটি ভরাট করে। কিন্তু অতিবৃষ্টিতে ওই খাল দিয়ে পানি বের না হওয়ার কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরই প্রতিবাদে ভমিদস্যু সামাদ মৃধা এবং জাল দলিলের হোতা হারুন কাজীর গ্রেফতারের দাবিতে গত ৫ ডিসম্বর স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় ভূমিদস্যু হারুন কাজী ও তার ভাড়াটে স্বশস্ত্র হজরত বাহিনী কাউয়াটিকরী গ্রামবাসীর উপর প্রকাশ্য হামলা চালায়। এ সময় ভমিদস্যু সন্ত্রাসীরা ঘটাব্যাপী প্রকাশ্য গুলি বর্ষন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি কর। ভাঙচুর ও লুটপাট করা হয় নিরীহ অন্তত ২০ কৃষকের বাড়ি-ঘর। এ সময় হজরত বাহিনীর গুলিতে রমিজুল করিম (৩২), আলম হাসান (৩০), আইয়ুব আলী (৪০), ওহেদ আলী (৪৫), আলমঙ্গীর (২৫), আব্দুর রাজ্জাক (৪৫) নামের ৬ কৃষক গুলিবিদ্ধ সহ মোট ১২জন আহত হন। এ ছাড়া কাউয়াটিকরি গ্রামের ফরিদ আলী, রফিকুল ইসলাম, ওহেদ আলী, ইউসুফ হোসেন, হামিদ হোসেন সহ অন্তত ২০কৃষকের বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কাউয়াটিকরি গ্রামের ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, হারুন কাজী এবং সামাদ মৃধা দীর্ঘদিন ধর জাল দলিল করে মানুষের জায়গা দখল করে আসছে। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে এলাকাবাসী মানববন্ধন করলে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে। অবিলম্ব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করছি। একই গ্রামের রফিকুল ইসলাম নামে এক কৃষক জানান, হঠাৎ করেই হারুন কাজী এবং তার ভাড়াটে সন্ত্রাসীরা গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে। এ সময় ২৫টি বাড়িতে তারা ভাঙচুর এবং ১৭টি গরু লুটপাট করেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম জানান, প্রতিপক্ষ হারুন কাজী ও তার ভাড়াটে স্বশস্ত্র হজরত বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। অতিদ্রুত তাদের ব্যবহ্নত বন্দুকটি উদ্ধার হওয়া দরকার। কারণ এই বন্দুক দিয়ে প্রায়ই এলাকায় লুটপাট ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তবে অভিযুক্ত হারুন কাজী জানান, কাউয়াটিকরি গ্রামের লোকজন পারিলা গ্রামে গিয়ে হামলা চালিয়ে ৩টি মটরসাইকেলে অগ্নিসংযোগ, দুটি ভাঙচুর এবং একটি পাওয়ার ট্রিলার ভাঙচুর করেছে তারা। এছাড়া শ্যালো মেশিন চারটি এবং খড়ের পালা পুড়িয়ে দিয়েছে, বাড়ি-ঘরে লুটপাট করা হয়েছে। তবে জায়গা-জমি দখলের কথা অস্বীকার করে জানান, যে খাল নিয়ে কাউয়াটিকরির লোকজন মানববন্ধন করেছে, সে জমি দলিল মূলে পাওয়া। এখানে কোনও জায়গা দখল করা হয়নি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জাল দলিলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা বা কাউকে আটক করা হয়নি।





আরো খবর