বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ০৪:৫৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ০২:০৩:৫১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

সিরাজগঞ্জের চৌহালী যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ফের ধস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধে ফের ধস নেমেছে। এ নিয়ে বাঁধটিতে ১৫ দফায় ধস দেখা দিলো। শুক্রবার দুপুর থেকে উপজেলার খাস কাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি এলাকা থেকে ধস দেখা দেয়। বিকেল পর্যন্ত বাঁধের অন্তত ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ জানান, ১০৯ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলা রক্ষায় সাত কিলোমিটার যমুনা তীর সংরক্ষণ বাঁধটি নির্মাণ করা হয়। দুপুরে নির্মিত এ বাঁধের চৌদ্দরশি অংশে হঠাৎ করে ধস দেখা দেয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বাঁধের অন্তত ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, বাঁধ ধসের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ধস ঠেকাতে প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়া হবে।





আরো খবর