বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জিলকদ, ১৪৪৫ | ১১:১১ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০১৭ ১১:১৬:১৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সচিবালয় এলাকায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষ-গাড়ি ভাঙচুর, আটক ১৫

ঢাকা: সচিবালয় এলাকায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ঘটেছে। ঘটনাস্থল থেকে বিএনপি ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশিবাজারের আদালত থেকে বাসায় ফেরার পথে সচিবালয় এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়লে কয়েকজন নেতাকর্মী হাইকোর্টের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে আটককৃতদের মধ্যে বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক রয়েছেন।





আরো খবর