জাতীয় / পাবনায় সাংবাদিকদের মারধর : ভূমিমন্ত্রীর ছেলেসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি
সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন
পাবনায় সাংবাদিকদের মারধর : ভূমিমন্ত্রীর ছেলেসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি
পাবনা: পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির ছেলের নেতৃত্বে পাবনার ৪ সাংবাদিক উপর নৃশংস হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে পাবনায় কর্মরত সকল গণমাধ্যম কর্মিদের মানববন্ধন।
সোমবার বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে পাবনায় কর্মরত সকল সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।
মানববন্ধন থেকে ভূমিমন্ত্রীর ছেলে ঈশ্বরদীউপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও তার ক্যাডার রাজিবসহ সংবাদিকদের উপর হামলা মামলার সকল আসামীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে প্রধান মন্ত্রীর সফরের আগের দিন ২৯ নভেম্বর রুপপুর পারমানবিক প্রকল্পের সাইট অফিসের গেটে ভুমি মন্ত্রীর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমাল এবং সাধারন সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরা পার্সন মিলন হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় শিরহান শরিফসহ ২৫/৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। কিন্ত ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং বিভিন্ন চুরি, মাদক মামলার আসামী গ্রেফতার করে এই মামলার আসামী হিসেবে পুলিশ প্রশাসন সাংবাদিকের চোখে ধুলো দেবার চেষ্টা করছে।
মানবন্ধন সমাবেশে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, আখতারুজ্জামান আখতার, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সাংহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ছিপাত রহমান সনম, কল্যান সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস, সাবেক সহ-সভাপতি মির্জা আজাদ, সাবেক সহ-সভঅপতি সুশীল তরফদার সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আহমেদ-উল-হক রানা, সাবেক উৎপল মির্জা, ডেউলী ষ্টারের তপু আহমেদ, একুশে টিভির রাজিউর রহমান রুমী, বাংলাদেশ টুডের আব্দুল হামিদ খান, এসএ টিভির কলিট তালুকদার, ৭১ টিভির মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।