রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০২:৩৫ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২৬ নভেম্বর ২০১৭ ০৫:৪৯:১৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

লিবিয়া উপকূলে নৌকাডুবি: শিশুসহ নিহত ৩১

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির টনা ঘটেছে। এ সময় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ডুবন্ত নৌকা থেকে আরো ৬০ জনকে জীবিত উদ্ধার করেছে লিবিয়ান কোস্টগার্ড সদস্যরা। শনিবার দুটি নৌকা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় একটি ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির। খবরে বলা হয়, নৌকাডুবির ঘটনায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের সঙ্গে আরেকটি নৌকা ছিলো। ওই নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১৪০ জনকে। কিছুদিনে এই সীমান্তে অনেকজনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ২৫০ জনকে উদ্ধার করে লিবীয় কোস্টগার্ড। এর আগের মঙ্গলবার ১১শ' জনকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। লিবিয়া কোস্টগার্ডের কর্নেল আবু আজালা আবদেল বারি বলেন, প্রথম নৌকাটি আমরা পৌঁছানোর পূর্বেই ডুবে গেছে। ওখানে যাওয়ার পর আরেকটি নৌকা ধরে অনেককে ঝুলে থাকতে দেখি আমরা। কিন্তু বাকিরা মারা যায়। উদ্ধারকৃত সবাইকে লিবিয়ায় নৌবাহিনীর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় অন্যান্য উদ্ধার অভিযান চলছিলো বলে জানিয়েছে ইতালিয়ান কোস্ট গার্ড। এদিকে ভূমধ্যসাগরের এই সীমান্তকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ।





আরো খবর