রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০৩:২৭ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ ০৫:২৯:৪৭ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

সাবিনার গানে কণ্ঠ মেলালেন প্রধানমন্ত্রী

সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন সুরেলা কণ্ঠে পরিবেশিত হচ্ছিল, ‘জন্ম আমার ধন্য হলো মাগো/এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো...’। তখন মঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গুনগুনিয়ে সাবিনার সঙ্গে গানটি গেয়ে চলছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি দেয়ায় শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে বিকেল সাড়ে ৪টায় এমনটি ঘটে। গান গাইতে উঠে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ‘শেখ কামাল আমার বন্ধু ছিলেন আর সুলতানা কামাল ছিলেন বান্ধবী। ওই বাড়িতে গেলে বঙ্গবন্ধু তার প্রিয় দুটি লাইন গাইতে বলতেন। তাছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও বহুবার তার প্রিয় গানটি গেয়েছি।’ এ কথা বলেই প্রখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন সুরেলা কণ্ঠে গেয়ে উঠলেন, ‘জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো’। এ সময় মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গালে হাত দিয়ে ক্ষণিকের জন্য আনমনা হয়ে পড়েন। তিনি সাবিনা ইয়াসমিনের গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে গানটি গুনগুন করে গাইতে থাকেন। এ গানটির পর সাবিনা ইয়াসমিন আরও একটি দেশাত্মবোধক গান ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ পরিবেশন করেন। প্রধানমন্ত্রীর ভাষণের পর আনন্দ সমাবেশে গানের পাশাপাশি আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। এছাড়া লেজার শো ও আতশবাজির আয়োজন ছিল।





আরো খবর