রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০২:২০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ ১২:২৭:৩৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

সাতক্ষীরায় শোভাযাত্রায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সাতক্ষীরা: “৭ মার্চের ভাষণ” কেন্দ্রিক কর্মসূচি শোভাযাত্রাকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন জীবন বাঁচাতে পালিয়ে যান। পরে তাকে একটি কক্ষে আটকিয়ে রাখে বিক্ষুদ্ধ জনতা। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত রহমান প্রতিপক্ষের হামলায় মারাত্বক আহত হন। পরে পুলিশ এসে পরিস্থি নিয়ন্ত্রণে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় সরকারিভাবে কলারোয়া উপজেলা চত্বরে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালিন পাল্টাপাল্টি বক্তব্য দেয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর কর্মী সমর্থকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের উপর চড়াও হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লাল্টুর সমর্থকরা স্বপনের কর্মী সমর্থকদের উপর ইট, পাটকেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদে স্বপনকে তার কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর কর্মী সমর্থকরা দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন জানান, লাল্টু গ্রুপের সন্ত্রাসী বাহিনী আমাকে অবরুদ্ধ করে রাখে এবং আমার নেতাকর্মীদের মারধর করে আহত করে। তবে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু জানান, এমন কোনও ঘটনা ঘটেনি। এটা ফিরোজ আহমেদ স্বপনের কারসাজি। তার সন্ত্রাসী বাহিনী আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত করেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার জানান, উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গোটা এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।





আরো খবর