রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ০৩:২২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ ০৮:৫২:৫৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

রাজনীতিবিদরা সৎ হলে দুর্নীতি কমে যাবে: ওবায়দুল কাদের

ঢাকা: রাজনীতিবিদরা সৎ হলে দেশে দুর্নীতি কমে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি উপলক্ষে বিএমএ মিলানায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘আলোকের ঝরনা ধারা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদরা দুর্নীতি না করলে দেশ থেকে দুর্নীতি অনেকটাই কমে যাবে। বঙ্গবন্ধুর নাম নিয়ে যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সংখ্যাতত্ত্বের দিকে যাচ্ছে। বিএনপিতে ভবিষ্যতবাণী করার লোক বেশি। ৩০ সিট আওয়ামী লীগ নয় বিএনপি পাবে। তিনি বলেন, সততাই আওয়ামী লীগের বড় সম্পদ। শেখ হাসিনার সততা যোগ্যতার বিষয়ে দেশের মানুষ আস্থাশীল যার ওপর ভিত্তি করে আওয়ামী লীগ আগামী নির্বাচনের অন্যদের পরাজিত করবে। নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, নারায়াণগঞ্জ এবং কুমিল্লা সিটির মতোই রংপুর সিটির নির্বাচনও সুষ্ঠু হবে।





আরো খবর