বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ, ১৪৪৫ | ০৪:৪৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২০ নভেম্বর ২০১৭ ১২:১৯:৩১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

সরকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আশাবাদী: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার খালি মাঠে গোল দিতে চায় না। বর্তমান সরকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের বিষয়ে আশাবাদী। সোমবার দুপুরে ফেনীর মহিপালে ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিগত সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে সে ভুলের পুনরাবৃত্তি না করে আগামী নির্বাচনে অংশ নিবে। আমরা আন্তরিকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চাই। তিনি বলেন, ১৮০ কোটি টাকা ব্যয়ে ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ নির্দিষ্ট সময়ের আগে চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন। সুদৃশ্য ফ্লাইওভারটি চালু হলে ঢাকা-চট্টগ্রামসহ দেশের যোগযোগ ব্যবস্থা আরো এগিয়ে যাবে। ফেনীর চিত্রও পাল্টে যাবে বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডিয়ার জেনারেল একেএম রেজাউল মজিদ, লেফটেন্যান্ট কর্নেল মাশফিকুল আলম, লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার, মেজর ফয়সাল, মেজর মাসুদ, সড়ক ও জনপথ বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, আবদুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আর কে দাস, সহকারী প্রকল্প পরিচালক রেজাউল করিম প্রমুখ।





আরো খবর