বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ, ১৪৪৫ | ০৪:৩৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২০ নভেম্বর ২০১৭ ০৭:৫০:০০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

একই স্থানে আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের দু’পক্ষ একই স্থানে একই সময়ে সমাবেশ ও সম্মেলন ডাকায় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ মাঠে পৃথকভাবে সমাবেশ ও সম্মেলনের প্রস্তুতি নিয়েছে ইউনিয়ন আ.লীগের দু’পক্ষের নেতাকর্মীরা। ফলে দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন দলীয় নেতাকর্মীরা। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এসএম আবুল কালাম অনুসারী চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনিস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় নাগরিক সমাবেশ ডাকা হয়েছে। এতে প্রধান অতিথি সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল ও বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান তিনি। এদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের অনুসারীরা চরণদ্বীপ ইউনিয়ন আওযামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বিকালে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠানের সকল প্রস্ততি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মো. মোস্তফা কামাল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুইপক্ষকে একই স্থানে একই সময়ে সমাবেশ ও সম্মেলন করতে দেয়া হবে না। এ ব্যাপারে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।





আরো খবর