সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ, ১৪৪৫ | ০১:৪০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

শাহজালালে অবতরণের সময় ভারতীয় বিমানে আগুন

ঢাকা: ঢাকা-কলকাতাগামী ভারতীয় কোম্পানির স্পাইস জেটের একটি উড়োজাহাজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে আগুন ধরে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উপপরিচালক (স্টেশন এয়ার ট্রাফিক অফিসার) ওহিদুর রহমান বলেন, ভারতীয় স্পাইস জেটের উড়োজাহাজটি বিমানবন্দরের ট্যাক্সিওয়ে দিয়ে ঘোরার সময় পেছনের বাম পাশের একটা চাকার বিয়ারিং ভেঙে যায়। এ সময় ধোঁয়া বের হয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উড়োজাহাজটিকে হ্যাঙারে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটির ৭৮ জন আরোহীর সবাই নিরাপদে আছেন। তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।





আরো খবর