শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২ জিলকদ, ১৪৪৫ | ০৯:৪৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ ০৪:১১:৪৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মাত্র ১৫০০ টাকায় বাংলাদেশ বিমানে ভ্রমণ

ঢাকা: বিমান ভ্রমণে যাত্রীদের আগ্রহী করতে ও যাত্রা ব্যয় সাশ্রয়ী করতে দারুণ এক অফার দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই অফারে নির্ধারিত ভাড়ার এক তৃতীয়াংশ দিয়েই দেশের অভ্যন্তরে বিমান ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। ঘোষণা অনুযায়ী, মাত্র দেড় হাজার টাকা ভাড়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে বিমানে করে যাওয়া যাবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত অফারটি চালু থাকবে। এই দুই রুটে বাংলাদেশ বিমানের নির্ধারিত ভাড়া প্রায় ৪০০০ টাকার কাছাকাছি। কিন্তু ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ দুই রুটে ১৫০০ টাকা খরচ করেই বিমান ভ্রমণ করা যাবে। নতুন এ অফারের ব্যাপারে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, যাত্রীদের জন্য সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ওয়ানওয়ে মাত্র ১ হাজার ৫০০ টাকায় (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ) ভাড়া ঘোষণা করছে। তবে ফিরতি টিকিটের ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ হবে। এই অফার আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বহাল থাকবে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ অথবা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড অথবা রকেটের মাধ্যমে টিকিট কেনার সুবিধা থাকছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম রুটে ২৮টি এবং ঢাকা-সিলেট রুটে ৩৫টি ফ্লাইট বোয়িং উড়োজাহাজের মাধ্যমে পরিচালনা করে থাকে। বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com-এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ # ২৭১০ ও ০২-৯৫৬০১৫১-৫৯ #১৬১ তে যোগাযোগ করতে হবে। উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিজি-৪৯৪ সৈয়দপুর থেকে চাকা খুলে পড়ায় জরুরি অবতরণ করেছে শাহজালাল বিমানবন্দরে।এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ ডেপুটি চীফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ফ্লাইটে ৬৬ জন যাত্রী, দুই জন কেবিন ক্রু, একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ও দুই জন পাইলট সকলেই নিরাপদ ও অক্ষত রয়েছেন এবং এই ঘটনায় উড়োজাহাজেরও কোন ক্ষতি হয়নি পাইলটের দক্ষতায় নিরাপদে ল্যান্ড করা সম্ভব হয়েছে। ড্যাশ কিউ৮ বিমানটি সকাল নয়টা ৩৩ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের চারটি মূল চাকা থেকে একটি হারিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানের পাইলট আশিক জরুরি অবতরণে জন্য প্রস্তুতি নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে সতর্ক করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, জরুরি অবতরণ প্রস্তুতির অংশ হিসেবে তারা বিমানবন্দরে সকল উড্ডয়ন ও অবতরণ স্থগিত করে। পরে বিমানটি সকাল ১০টা ২৫ মিনিটে রানওয়েতে অবতরণ করে। এরপর বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম চালু হয়। বিমানটি জরুরি অবতরণকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন জামিলসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট উড্ডয়নের সাথে সাথেই খুলে পড়ে যায় বিমানের পিছনের একটি চাকা। বুধবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে।





আরো খবর