শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২ জিলকদ, ১৪৪৫ | ০২:০৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ ০৪:০৬:৫১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

রোহিঙ্গা ইস্যু: জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের পাশে দাঁড়ায়নি ভারত

জাতিসংঘের এজেন্ডা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে রোহিঙ্গা ইস্যু এজেন্ডা হিসেবে গৃহীত হয়েছে। ওআইসির দেয়া প্রস্তাব এজেন্ডা হিসেবে গ্রহণে ভোটাভুটির মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে প্রস্তাব পাস করেছে সদস্যরাষ্ট্রগুলো। প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ১৩৫টি দেশের ভোট পড়ে। বিপক্ষে ভোট দেয় চীন, রাশিয়াসহ ১০টি দেশ। এতে ভোট দানে বিরত ছিল ভারতসহ ২৬টি দেশ। ভারতকে বাংলাদেশ সরকার 'বন্ধুরাষ্ট্র' বলে প্রচার করলেও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাওয়া বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি তারা। বরং মিয়ানমারের বর্বর সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থেকে পরোক্ষভাবে মিয়ানমারের পক্ষে দাঁড়িয়েছে মোদির দেশ। এর মাধ্যমে অবশ্য নরেন্দ্র মোদি মিয়ানমারকে দেয়া তার কথা রেখেছেন। গত মে মাসে নেইপিদো সফরে অং সাং সুচিকে তিনি বলেছিলেন, ভারত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে থাকবে। জাতিসংঘের বৈঠকে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান বন্ধে মিয়ানমার কর্তৃপক্ষকে আহবান জানানো হয়। সেইসাথে দেশ থেকে বিতাড়িত ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে আসার এবং এবং তাদের পূর্ণ নাগরিকত্বের অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার জাতিসংঘে ৫৭ মুসলিম দেশের সংগঠন ওআইসির আহবানে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদের মানবাধিকার কমিটি এ ভোটাভুটি অনুমোদন করে। এতে মিয়ানমারের ঘনিষ্ট প্রতিবেশি চীন, সেইসাথে রাশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও লাওসসহ ১০টি দেশ বিপক্ষে অবস্থান নেয়। এদিকে রোহিঙ্গা ইস্যুতে জড়িয়ে পড়া বাংলাদেশের বিপক্ষে পরোক্ষভাবে অবস্থান নিয়েছে মিত্র দেশ বলে পরিচিত ভারত। সেইসাথে দক্ষিণ এশিয়ার নেপাল, শ্রীলংকাসহ ২৬টি দেশ এ ভোটাভুটিতে নিজের অবস্থান জানাতে অনিচ্ছা প্রকাশ করে।





আরো খবর