শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২ জিলকদ, ১৪৪৫ | ০৮:৫৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ ০৬:৫৫:৫০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

জেএসসি প্রশ্নপত্রে নৈর্ব্যক্তিকের সঠিক উত্তর নেই

কুমিল্লা: চলমান জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের গণিতের প্রশ্নপত্রে দুটি নৈর্ব্যক্তিক (বহু নির্বাচনী) প্রশ্নের সঠিক উত্তর ছিল না। গণিত বিষয়ের পরীক্ষার ‘খ’ সেটের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ২৫ নম্বর প্রশ্নে লেখা হয় ‘পি’ রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি?’ উত্তরের জন্য অপশন দেয়া হয় (ক) ৭ বর্গ সেন্টিমিটার, (খ) ২৪ বর্গ সেন্টিমিটার, (গ) ২৮ বর্গ সেন্টিমিটার ও (ঘ) ৪৮ বর্গ সেন্টিমিটার। কিন্তু সঠিক উত্তর হবে ১২ বর্গ সেন্টিমিটার, যা উত্তরের জন্য দেওয়া চারটি অপশনের মধ্যে ছিল না। অপর একটি প্রশ্নে লেখা হয় ‘ও’ রম্বসের পরিসীমা নিচের কোনটি?’ উত্তরের জন্য অপশন দেওয়া হয় (ক) ১২ বর্গ সেন্টিমিটার, (খ) ১২ বর্গ সেন্টিমিটার, (গ) ২০ বর্গ সেন্টিমিটার (ঘ) ২০ বর্গ সেন্টিমিটার। অথচ সঠিক উত্তর হবে (৪১৩ সেন্টিমিটার)। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা বিষয়টি কক্ষ পরিদর্শকদের জানালে তাৎক্ষণিকভাবে বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়। এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক মুঠোফোনে বলেন, এ ভুলের দায় বোর্ডের নয়, প্রশ্ন প্রণয়নকারীদের। তবে ভুল উত্তরের কারণে সকল পরীক্ষার্থীই ২ নম্বর পাবে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তরে গরমিল রয়েছে। তবে এ জন্য সকল পরিক্ষার্থীদের ওই দুই প্রশ্নের জন্য নাম্বার দেয়া হবে অর্থাৎ যেসব পরীক্ষার্থী উত্তরপত্র ভরাট করেছে তারাও নম্বর পাবে, যারা ভরাট করেনি তারাও নম্বর পাবে। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর কুমিল্লা বোর্ডের অধীনে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা শেষে ওই বিষয়ের ‘খ’ সেটের ২৫ ও ২৬ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন দু’টিতে ভুল ধরা পড়ে।





আরো খবর