শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল, ১৪৪৫ | ০৩:৫৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৫ নভেম্বর ২০১৭ ০৩:৪১:৫২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ফেনীতে কলেজ ছাত্রকে আটকের চারদিন অতিবাহিত হলেও আদালতে হাজির করেনি পুলিশ

ফেনী: ফেনী সরকারি কলেজের সমাজ কর্ম বিভাগের ৩য় বর্ষের ছাত্র নূর মোহাম্মদকে গ্রেপ্তারের পর ৪ দিন পেরিয়ে গেলেও তাকে আদালতে হাজির করেনি পুলিশ। সে ফেনীর দাগনভুইয়া উপজেলার শিবপুর গ্রামের পেয়ার আহমেদের ছেলে। জানা যায়, গত ১২ নভেম্বর রাত ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের চারদিন পেরিয়ে গেলেও কোর্টে হাজির করা হয়নি। বিভিন্ন সূত্রে জানা যায় ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর দুপুর পর্যন্ত তাকে থানায় রেখে নির্যাতন চালানো হয়। পরে ১৪ তারিখ দুপুর ৩টায় তাকে এসপি অফিসে নিয়ে আসা হয়। সেখানেও দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তার উপর নির্যাতন চালানো হয়। পরে রাত ৮টা ৩০ মিনিটে দাগনভুইয়া থানায় হস্তান্তর করা হয়। কিন্তু থানা থেকে তাকে আদালতে হাজির না করে তার উপর নির্যাতন চালানো হচ্ছে। তার উপর নির্যাতন ও বেআইনিভাবে আদালতে হাজির না করায় সন্তানের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তার পিতা। তিনি অবিলম্বে তার সন্তানকে আইন অনুযায়ী আদালতে হাজিরের দাবি জানান।





আরো খবর