রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল, ১৪৪৫ | ০৮:১৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ১৫ নভেম্বর ২০১৭ ০২:৩৫:৫০ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ

পাবনা: যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক পাবনার ত্রৈমাসিক সভা বুধবার বিকেলে মহিলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক পাবনার আহ্বায়ক ও মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. কামরুননাহার জলির সভাপতিত্বে ও ব্র্যাক সিইপি’র জেলা ব্যবস্থাপক এবং নেটওয়ার্কের সদস্য সচিব নয়ন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ব্র্যাক সিইপি’র আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান, ব্র্যাক সিইপি’র সেক্টর স্পেশালিস্ট শরিফুল ইসলাম, ব্র্যাক সিইপি’র সেক্টর স্পেশালিস্ট হাসিনা আক্তার, নাট্যকার-সাংস্কৃতিক কর্মি কোবাদ হোসেন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকী, ওয়াই ডাব্লিউসিএ’র হেনা গোস্বামী, বাঁচতে চাই’র পরিচালক আব্দুর রব মন্টু, সুচিতার পরিচালক নাসরিন পারভীন, উদ্দীপনার পরিচালক আলেয়া ইয়াসমিন, সাংবাদিক শফিক আল কামাল, এড. আজিজা তামান্না স্বর্না, আইন কলেজের শিক্ষার্থী মো. কমল সেখ টিটু প্রমুখ নেটওয়ার্ক সদস্যবৃন্দ। সভায় পাবনা জেলায় যৌন হয়রানী, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে প্রত্যেকটি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।





আরো খবর