শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি , ১৪৪৬ | ১২:১৮ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ ০৯:৩৪:১৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

দেয়ালচাপায় একই পরিবারের ৩ শিশুসহ নিহত ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে একই পরিবারের তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। সোমবার বেলা ১১টায় ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হল-ওই এলাকার জসিম মিয়ার বস্তির ট্রাকচালক সাইফুলের শিশুকন্যা লামিয়া(৯), লাবনী(৪), মীম(২) ও দিনমজুর মোস্তফা (৩৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জসিম মিয়ার বস্তির সামনে চাঁন মিয়ার বাড়ির ১০-১২ ফুট উচ্চতা দেয়াল ভাঙার সময় পাশে খেলা করছিল ওই তিন শিশু। এবং দেয়ালের পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন মোস্তফাসহ কয়েকজন। এ সময় দেয়ালটি ধসে পড়ে ওই শিশুসহ ৫ জন চাপা পড়ে। এতে শিশু লামিয়া ও লাবনী ঘটনাস্থলেই মারা যায় এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চারজনকে হাসপাতালে নেয়ার পথে শিশু মীম ও মোস্তফার মৃত্যু হয়। আহত ইউসুফকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা জসিম মিয়ার বস্তিতে বসবাস করেন বলে জানান জসিম মিয়া। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক(অপারেশন) মজিবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





আরো খবর