বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ, ১৪৪৫ | ০৭:৪৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ২২ অক্টোবর ২০১৭ ০৯:০৬:০৬ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

হলফনামা বাতিলের প্রস্তাব মৌলিক অধিকারের পরিপন্থি: বদিউল আলম

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যেই সংলাপ শেষ করেছে। কিন্তু আশংকার কথা হলো যে, গত ৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের হলফনামা বাতিলের প্রস্তাব আমাদের হতবাক করেছে। তিনি আরো বলেন, এটা মৌলিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি। আমরা মনে করি, হলফনামার মতো গুরুত্বপূর্ণ বিধান বাতিল চেয়ে দলটি যে অভিমত প্রকাশ করেছে, তা সত্যিই হতাশাজনক ও অনভিপ্রেত। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সুজন-সুশাসনের জন্যে নাগরিক’-এর উদ্যোগে সংবাদ সম্মেলনে ড. বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জনাব এম হাফিজউদ্দিন খান, বিচারপতি কাজী এবাদুল হক, জাকির হোসেন, মুহাম্মদ জাহাঙ্গীরসহ সুজন-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





আরো খবর