সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল, ১৪৪৫ | ১০:১০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২১ অক্টোবর ২০১৭ ০২:১৬:৫৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

জার্মানে পথচারীদের ওপর ছুরি হামলা: আহত ৫, গ্রেফতার ১

জার্মানির মিউনিখ শহরে ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, মিউনিখ শহরে এক ব্যক্তি ছুরি নিয়ে হঠাৎ আক্রমণ চালালে অন্তত পাঁচ ব্যক্তি আহত হন। খবর বিবিসির। হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুলিশ এখন সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যার সঙ্গে প্রত্যক্ষদর্শীদের দেয়া চেহারার মিল পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তিই হামলাকারী কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয় সময় শনিবার সকাল ছ'টা নাগাদ হামলাকারী ছুরি নিয়ে শহরের পূব দিকে রোজেনহাইমার প্লাজা এলাকায় পথচারীদের আঘাত করতে শুরু করে। আক্রমণকারীর উদ্দেশ্য জানা যায়নি। এলাকার বাসিন্দাদের পুলিশ ঘর থেকে না বেরনর পরামর্শ দিয়েছিল। পুলিশ বলছে হামলাকারীর বয়স চল্লিশের কোঠায় এবং একটি কালো রঙের সাইকেলে করে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলাকারী এলাকার পাঁচটি আলাদা জায়গায় পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলা করে।





আরো খবর