সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল, ১৪৪৫ | ১০:৫১ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২১ অক্টোবর ২০১৭ ১২:৩৭:০৯ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

পুরস্কারের আশায় রোহিঙ্গাদের লোক দেখানো সহায়তা: আমির খসরু

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুরুতে সরকার রোহিঙ্গাদের সন্ত্রাসী ও ইসলামী জঙ্গি অভিহিত করে মিয়ানমার সরকারের সঙ্গে একযোগে অভিযানের প্রস্তাব দিয়েছিল। পরবর্তী সময়ে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গাদের উপর দমন-পীড়ন ও জাতিগত নিধনের বিষয়ে সোচ্চার হলে আন্তর্জাতিক পুরস্কার লাভের আশায় সরকার লোক দেখানো সহায়তার হাত বাড়িয়েছে। কিন্তু শেখ হাসিনার সে আশায় গুড়েবালি হয়েছে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের উদ্যোগে “আন্তর্জাতিক আইনে রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশ সরকারের ভূমিকা : সমাধান ও করণীয়” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন কররে। বর্তমান সরকারকে ক্ষমতা জবরদখলকারী আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে ক্ষমতাসীনদের নৈতিক কোনো অবস্থান নেই। তিনি বলেন, ‘যে সরকারটি অনির্বাচিত, যে সরকারটি ক্ষমতা জোর করে দখল করেছে এবং আবার জোর করে দখল করার পাঁয়তারা করছে, যে সরকারটি বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত গুম, খুন, হত্যার মধ্যে আছে। তারা মানবাধিকারে বিশ্বাস করে না। আইনের শাসনে বিশ্বাস করে না। সেই সরকারের কোনো নৈতিক অবস্থান নাই আজকে এ সমস্যা সমাধানে।’ মিয়ানমারে সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনে প্রাণভয়ে দুই মাসের কম সময়ে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী দুই জেলা কক্সবাজার ও বান্দরবানে। রোহিঙ্গা জনগোষ্ঠীর পালিয়ে আসার এই স্রোত এখনো অব্যাহত আছে। এমন বাস্তবতায় এই জনগোষ্ঠীকে ফেরত নেয়ার বিষয়ে দৃশ্যত কোনো সদিচ্ছা নেই মিয়ানমারের। বিষয়টি নিয়ে মিয়ানমারের কার্যত নেতা অং সান সুচি কিংবা জেনারেলদের স্পষ্ট কোনো বিবৃতি পাওয়া যায়নি। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ-এর পরিচালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিয়া পরিষদের ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর ড: মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রফেসর ড: মো. লুৎফর রহমান, জিয়া পরিষদের মহাসচিব ড: মো. এমতাজ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুল আহসান, প্রফেসর ফিরোজা বেগম, বিএনপি নেতা মিহির, আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, আবদুল হাকীম প্রমুখ।





আরো খবর