সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল, ১৪৪৫ | ০৮:০২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২১ অক্টোবর ২০১৭ ০৮:১৬:০৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মালিবাগ-মৌচাক ফ্লাইওভার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা: নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ নানা বিতর্কের পর অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে মগবাজার-মৌচাক-মালিবাগ ফ্লাইওভার। দুই বছরের মধ্যে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণাধীন প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই নির্ধারিত সময়ে শেষ হয়নি বলে অভিযোগ রয়েছে। অবশেষে চার বছর পর শেষ হয়েছে নির্মাণকাজ। বিভিন্ন অজুহাত দেখিয়ে কয়েক দফা সময় ও নির্মাণ ব্যয় বাড়ানোর কারণে নির্মাণাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। অনিয়ম-দুর্নীতি ছাড়াও এ ফ্লাইওভার নির্মাণের সময় হতাহতের ঘটনাও ঘটেছে। বিশেষ করে মালিবাগ রেলগেট এলাকায় ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হতাহতের ঘটনায় মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়েছিল। এঘটনার পর নির্মাণাধীন প্রতিষ্ঠানের অযোগ্যতা ও অদক্ষতাকেই দায়ী করেছেন বিশেষজ্ঞ মহল। দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৬ অক্টোবর বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পর পরই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার অংশ। এর মাধ্যমে পুরো ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত হবে। ফ্লাইওভারের প্রকল্প পরিচালক এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল গণমাধ্যমকে জানান, ফ্লাইওভারের মূল কাজ (মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার) আগেই শেষ হয়েছে। বাতি, রঙ-কালি ও ধোয়ামোছাসহ অন্যান্য কাজও সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের জন্য অপেক্ষা। এ ফ্লাইওভারের সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি হাসপাতাল অংশ গত বছরের ৩০ মার্চ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। চলতি বছরের ১৭ মে এফডিসি মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত তৃতীয় অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ ছাড়া গত ১৫ সেপ্টেম্বর নিউ ইস্কাটন থেকে ওয়ারলেস মোড় পর্যন্ত এক দিকের অংশ খুলে দেয়া হয়। সর্বশেষ মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার অংশ খুলে দেওয়ার মাধ্যমে পুরো ফ্লাইওভারটি চালু হয়ে যাবে।





আরো খবর