শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ০৪:০১ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৩ মার্চ ২০১৯ ০৩:৪৭:১০ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহতদের স্মরণে ‘মার্চ ফর লাভ’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ভালোবাসার পদযাত্রা ‘মার্চ ফর লাভ’ পালন করেছে দেশটির জনগণ। শনিবার সকালে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদের পার্শ্ববর্তী নর্থ হ্যাগলে পার্কে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। “দে আর আস অ্যান্ড উই স্ট্যান্ড টুগেদার’ লিখা সম্বলিত ব্যানারে ওই পদযাত্রায় অংশ নেন হাজার হাজার নারী-পুরুষ। অংশ নেয় ক্ষুদে শিশুরাও। এমনকি অনেকে শিশু বাচ্চাকে ট্রলিতে করে নিয়েও যোগ দেন এই ‘মার্চ ফর লাভ’ কর্মসূচিতে। কর্মসূচিতে অনেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও নিহতদের বাঁধাই করা ছবি। প্ল্যাকার্ডে নিহতদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। অনেক শিশু ও নারী-পুরুষের হাতে ছিল ফুল ও ফুলের তোড়া। পদযাত্রাকে ঘিরে ব্যাপক নিরাপত্তাও লক্ষ্য করা গেছে। পদযাত্রার সামনে ও পেছনে ছিল বহু সংখ্যক নিরাপত্তাকর্মী। উল্লেখ্য, গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান বন্ধুকধারী নির্বিচারে গুলি করে ৫০ মুসল্লিকে হত্যা করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ৪২ জন।





আরো খবর