শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ, ১৪৪৫ | ০২:০৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ ০১:৫৫:১৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আফগানিস্তানে ২০১৮ সালেই নিহত ৩৮০৪

আফগানিস্তানে ২০১৮ সালে রেকর্ড তিন হাজার ৮০৪ জন বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযান শুরুর পর থেকে গত বছরই দেশটিতে রেকর্ড সংখ্যক বেসামরিক নিহত হয়েছে। রবিবার আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে। জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৮ সালে আফগানিস্তানে ৯২৭ শিশুসহ রেকর্ড তিন হাজার ৮০৪ জন বেসামরিক নিহত হয়েছে। আহতের সংখ্যা সাত হাজার ১৮৯। এ সংখ্যা ২০১৭ সালের তুলনায় ১১ শতাংশ বেশি। নিউইয়র্ক ও ওয়াশিংটনে ১/১১ হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তান থেকে সশস্ত্র তালেবানদের উৎখাত করতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যে যুদ্ধ শুরু করেছিল, দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার অগ্রগতির মাঝেও তাতে ছেদ পড়েনি। আফগান সরকারের সমর্থক বিভিন্ন বাহিনীর অভিযানে গত বছর এক হাজার ১৮৫ বেসামরিক নিহত ও এক হাজার ৪২৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউএনএএমএ। বেসামরিকদের মধ্যে লুকিয়ে থাকা সরকারবিরোধীদের ওপর বিমান হামলায় নিহতদের মধ্যে ৪৯২টি শিশুও আছে বলে জানিয়েছে তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাশেলেট বলেন, ‘যে রেকর্ড পরিমাণ শিশু নিহত হয়েছে তা সত্যিই বেদনাদায়ক। ’ ২০১৮ সালে তালেবানদের হামলায় নিহত বেসামরিকের সংখ্যা এক হাজার ৭৫১ জন। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ৯১৬। জাতিসংঘের এ সহায়তা মিশন বলছে, এর বাইরে দুই হাজার ১৮১ বেসামরিক হতাহতের জন্য সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে তৎপরতা বেড়ে যাওয়া ইসলামিক স্টেটও (আইএস) দায়ী। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার পাশাপাশি বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলার পরিমাণ বেড়ে যাওয়ায় এমন রক্তক্ষয় হয়েছে।





আরো খবর