বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ০২:২২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ ০৩:৫৪:২৩ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

আফগানিস্তানে বোমা হামলায় শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

আফগানিস্তানে পূর্বাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে তালেবানের গাড়ি বোমা হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল সাতটায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ারদাকের ময়দান নামক স্থানে হামলা করে তালেবান। প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান সালিম আসগার বলেন, হতাহতদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত কিছু ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ১২৬ জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। জঙ্গি গোষ্ঠী তালেবান আফগান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালায়। কর্মকর্তারা জানিয়েছেন, একটি গাড়ি বিস্ফোরণ ঘটানোর পর দুজন বন্দুকধারী তালেবান জঙ্গি ঘাঁটির ভেতের প্রবশে করেন। তাছাড়া আফগান তালেবানও এ হামলার দায় স্বীকার করেছে।





আরো খবর