শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল, ১৪৪৫ | ০২:৫৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৮ নভেম্বর ২০১৮ ০২:১৪:৪৪ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ইরানকে নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত মোকাবেলা করবে ইরাক

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা ‌আরও বাড়ানোর ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। ইরান সফর শেষে রোববার এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেছেন। বারহাম সালিহ আরও বলেন, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইরান এবং ইরাকের সম্পর্ক ঐতিহাসিক। এই সম্পর্ক দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি করেছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে ইরাক মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করবে বলে তিনি জানান। ইরাকের প্রেসিডেন্ট শনিবার ইরান সফর করেন। ইরানে তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি এবং প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। রোববার তিনি ইরান থেকে সৌদি আরব গেছেন। ইরান আসার আগে বারহাম সালিহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডান সফর করেন। এর আগে চলহি বছরের জুন মাসে ইরান ও ইরাকের মধ্যে একটি সীমান্ত সহযোগিতা চুক্তি সই হয়েছে। ইরানের রাজধানী তেহরানে এ চুক্তি সই হয়। চুক্তিতে ইরানের পক্ষে সই করেন ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি এবং ইরাকের পক্ষে সই করেন মেজর জেনারেল হামিদ আবদুল্লাহ ইব্রাহিম আল-হোসেইনি। ইরান ও ইরাকের মধ্যে এক হাজার ৯০৯ কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে। বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা শত্রুদের মোকাবেলায় দৃঢ় অবস্থান গ্রহণের জন্য ইরাকি প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান





আরো খবর