রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ, ১৪৪৫ | ১০:৪৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩৮:৩৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

৩০ বছর পর বিশ্বব্যাংকের ঋণ পাচ্ছে সোমালিয়া

প্রায় ৩০ বছর পর বিশ্বব্যাংকের ঋণ পাচ্ছে আফ্রিকার গৃহযুদ্ধ-বিধ্বস্ত দেশ সোমালিয়া। সরকারের অর্থনৈতিক অবস্থা সংস্কারের জন্য আট কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে সংস্থাটি। এর মধ্যে সোমালিয়ার আর্থিক কাঠামো সংস্কারের জন্য ৬ কোটি মার্কিন ডলার ও অভ্যন্তরীণ রাজস্ব সমৃদ্ধ করতে ২ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার উন্নয়ন ও পুর্নগঠনের জন্য এ ঋণ অন্যতম ভূমিকা রাখবে। ‘কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ কর্মসূচির আওতায় রাজধানী মোগাদিসুতে বিভিন্ন সেবামূলক উন্নয়নকাজে সহায়তা করবে বিশ্বব্যাংক। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ-জ্বালানির জন্যও অর্থায়ন করবে এ প্রতিষ্ঠান। উল্লেখ্য, ক্ষমতার দ্বন্দ্বে ১৯৯১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ভারত মহাসাগর উপকূলের আফ্রিকান দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল বিশ্বব্যাংক। ২০০৩ সালে ফের সহায়তা চালুর কথা বললেও বিশ্বব্যাংক সেসময় সরাসরি ঋণ না দিয়ে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে এইচআইভি এইডস ভাইরাস প্রতিরোধ ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে মনোযোগ দেওয়ার কথা জানায়। অবশেষে সরাসরিই ঋণ অনুমোদনের সিদ্ধান্ত জানিয়ে বিশ্বব্যাংক এই বিবৃতি দিল।





আরো খবর