শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল, ১৪৪৫ | ০৮:১৩ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৬:২৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

যুক্তরাষ্ট্রে নারী বন্দুকধারীর হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা৷ ঘটনাস্থল ম্যারিল্যান্ডের রাইট এইড ডিস্ট্রিবিউশন সেন্টার৷ জানা গেছে, স্থানীয় সময়ানুসারে বৃহস্পতিবার ভোরে সেখানে এক নারী বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন৷ এদিকে, ২৬ বছর বয়সী সেই নারী বন্দুকধারীর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা৷ তবে কী কারণে ওই নারী নির্বিচারে এভাবে গুলি করে মানুষ হত্যা করলো তার কারণ এখনও জানতে পারেনি পুলিশ। সূত্রের খবর, এই হামলায় দুজন ঘটনাস্থলেই মারা যায়। অপর আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সে সেখানে মারা যায়৷ ঘটনায় আরও তিনজন আহত হয়। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ৷ তবে যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তাদের সঙ্গে সেই নারী বন্দুকধারীর কি সম্পর্ক তা এখনও স্পষ্ট নয়৷ কেন আচমকা এই হামলা করল সেই নারী তার অনুসন্ধান চলছে৷





আরো খবর