শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ০৯:০৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৯:৩৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

শাহপরীর দ্বীপে চলন্ত জাহাজ থেকে সাগরে পর্যটক, পরে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার): শাহপরীর দ্বীপে চলন্ত জাহাজ থেকে বেলা একটার দিকে সাগরে এক পর্যটক পড়ে যায়। পরে ঐ পর্যটককে উদ্ধারও করা হয়। পর্যটকের নাম আরিত্র মো. মজিদ। তাঁর বাড়ি পঞ্চগড়ের বোদা থানার বৌদ্ধপাড়ায়। অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাহাজ কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা। পর্যটকদের অভিযোগ, জাহাজটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ওঠানোর কারণে জাহাজে উঠে চেয়ারে বসা তো দূরের কথা, ঠাসাঠাসি করে দাঁড়ানোরও জায়গা না পেয়ে অবাক হন অনেক পর্যটক। এর ওপর ধারণক্ষমতার বেশি টিকিট বিক্রয় করায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা দেরিতে জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে দমদমিয়া ঘাট থেকে রওনা দেয়। এর মধ্যে জাহাজের এক পাশের বারান্দায় দাঁড়াতে গিয়ে একজন পর্যটক সাগরে পড়ে যান। উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট দিয়ে এলসিটি কুতুবদিয়া জাহাজটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই জাহাজটির ধারণক্ষমতা ৩০০ জনের স্থলে ৮১৭ জন পর্যটক তোলা হয়। টিকিট আছে, কিন্তু বসার জায়গা না পেয়ে পর্যটকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিছু পর্যটক টিকিটের টাকা ফেরতের দাবি জানাতে থাকেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের বাধার মুখে প্রায় দুই ঘণ্টা দেরিতে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। প্রায় দেড় ঘণ্টা চলার পর এলসিটি কুতুবদিয়া জাহাজটি সাগরের মাঝপথে শাহপরীর দ্বীপের উল্টো পাশে গেলে জাহাজ থেকে আরিত্র মো. মজিদ নামের এক পর্যটক সাগরে পড়ে যান। পরে পার্শ্ববর্তী এলাকা থেকে একটি নৌকা এসে ওই পর্যটককে উদ্ধার করে। এলসিটি কুতুবদিয়া জাহাজের টেকনাফের ব্যবস্থাপক আবদুল আজিজ বলেন, বিভিন্ন টিকিট কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রয়ের কারণে কিছু যাত্রী বেশি হয়। তাই সকালে নির্ধারিত সময় সাড়ে নয়টার পরিবর্তে বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটি ছেড়ে গেছে। এর মধ্যে একজন পর্যটক জাহাজ থেকে সাগরে পড়ে গেলেও পরে তাঁকে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।





আরো খবর