বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল, ১৪৪৫ | ১১:২৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ০৯ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৬:২৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত, আহত ৫৩

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় আরো ৫৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছেন, কঙ্গোর কিভু প্রদেশে এলাইড ডেমোর্ক্যাটিক ফোর্সেস (এডিএফ) এর আক্রমণে কমপক্ষে ১৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছে । বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় আরও ৫৩ জন আহত হয়েছে । এছাড়া আক্রমণে কঙ্গো আর্মড ফোর্সেস এর আরও ৫ জন সৈনিক নিহত হয়। জাতিসংঘের বিশেষ মিশন মোনাস্কো কর্তৃপক্ষ জানায়, তারা সন্দেহ করছে উত্তর কিভু অঞ্চলে এলাইড ডেমোক্রেটিক ফোর্সেস নামক একটি জঙ্গী সংগঠন এই হামলা চালায় । এই ঘটনাকে সাম্প্রতিক ইতিহাসে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসঙ্ঘের সেক্রেটারি জেনারেল এন্টোনিয়ো গুতিরেস । তিনি জানান, এ ঘটনায় তিনি মর্মাহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন । দীর্ঘ সময় ধরেই কঙ্গোর পূর্বাঞ্চল বিভিন্ন জঙ্গী সংগঠনের আক্রমণে জর্জরিত। অবস্থা স্থিতিশীল করতে কঙ্গো সরকারকে বেশ হিমশিম খেতে হচ্ছে । এই সমস্যার সমাধান করার জন্যেই জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনী সেখানে দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে । মোনাস্কো মিশন প্রধান ম্যামান সিডিকু জানান, জাতিসংঘ শান্তিরক্ষী ও কঙ্গো আর্মড ফোর্সেস এর ওপর এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান । আরও বলেন, দোষীদের বিচারের আওতায় এনে তাদের যোগ্য বিচারের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবেন ।





আরো খবর