শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ১১:৪৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ ১২:৫১:১৪ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

পরিবার নিয়ে বিরূপ মন্তব্যে বিরোধী নেতার বিরুদ্ধে এরদোগানের মামলা

আঙ্কারা: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসাপূর্ণ মন্তব্যের জন্য প্রধান বিরোধীদল ‘’পিপল রিপাবলিকান পার্টি’র প্রধানের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। শুক্রবার রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির বরাদ দিয়ে এএফপির খবরে এই তথ্য জানানো হয়। কুৎসাপূর্ণ মন্তব্যের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য ৩,৮০,০০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে পিপল রিপাবলিকান পার্টির প্রধান কেমেল কিলিকদারোগলোর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ইস্তাম্বুল সিভিল কোর্টে মামলাটি দায়ের করেন এরদোগানের আইনজীবী আহমেদ ওজেল। মঙ্গলবার পার্লামেন্টে পিপল রিপাবলিকান পার্টির এক অনুষ্টানে এরদোগানের উদ্দেশ্য কিলিকদারোগলো প্রেসিডেন্ট এরদোগানের কাছে জানতে চান যে তার সন্তানেরাসহ তার পরিবার লাখ লাখ ডলার পাচার করছে সে বিষয়ে তিনি অবগত আছেন কিনা। এরদোগানের উদ্দেশ্য কিলিকদারোগলো বলেন, ‘আপনার সন্তানেরা কি লাখ লাখ ডলার বিদেশি অ্যাকাউন্টে পাঠাচ্ছে না?’ তার ওই বক্তব্যে প্রেসিডেন্টের বিরুদ্ধেও অপবাদ দেয়া হয় বলে বলে আনাদুলোর প্রতিবেদনে বলা হয়।





আরো খবর