সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ, ১৪৪৫ | ০২:০০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ ০৬:২২:২৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

উ. কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের নতুন শর্ত

উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা স্থগিত করলেই দেশটির সঙ্গে আলোচনায় বসতে পারে আমেরিকা। পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটের সম্ভাব্য সংলাপের ব্যাপারে নতুন এই শর্ত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস। তিনি ওয়াশিংটনে এক বক্তব্যে বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র কর্মসূচি ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে সংলাপের পথে অন্তরায় হয়ে আছে। অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া কেন তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রেখেছে মার্কিন সেনাবাহিনী তা জানার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন সময় উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য নতুন শর্ত দিলেন যখন মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস বৃহস্পতিবার বলেছিলেন, ‘সামরিক সমর্থনপুষ্ট কূটনীতি’র মাধ্যমে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র নিয়ে সৃষ্ট সংকটের সমাধান করতে হবে। তিনি টোকিওতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা’র সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন। কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির প্রধান হোতা আমেরিকা ও তার মিত্ররা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু উত্তর কোরিয়া বলে এসেছে, দেশটির বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের হুমকি বন্ধ না হলে এসব সমরাস্ত্রের পরীক্ষাও বন্ধ করবে না পিয়ংইয়ং। উত্তর কোরিয়া মনে করছে, মার্কিন হুমকির মোকাবিলায় আত্মরক্ষার একমাত্র উপায় হচ্ছে নিজের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করা। দেশটি আমেরিকায় আগাম হামলা চালানোরও হুমকি দিয়ে রেখেছে। -সংবাদমাধ্যম।





আরো খবর