বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ, ১৪৪৫ | ০৫:৩২ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১২ নভেম্বর ২০১৭ ০৬:৪০:৪৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

ট্রাম্প-পুতিনের বৈঠক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে আলোচনা

হ্যানয়: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা এপেক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘ফলপ্রসু আলোচনা’ হয়েছে। যদিও সম্মেলনে দুই প্রেসিডেন্টের এই সাক্ষাত ছিল খুবই সংক্ষিপ্ত এবং অনির্ধারিত। তাদের মধ্যে আনুষ্ঠানিক দ্বি-পাক্ষিক কোন আলোচনা হয়নি। খবর বিবিসির। টুইটারে ডোনাল্ড ট্রাম্প তার সমালোচকদের ‘নিন্দুক ও বোকার দল’ অভিহিত করে লিখেছেন, তারা দুই দেশের সম্পর্ক ভালো করার ব্যপারে উৎসাহী না একেবারেই। এপেক শীর্ষ সম্মেলনের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলন ট্রাম্প নিজেই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার সংক্ষিপ্ত আলোচনার বিষয়ে। জানিয়েছেন, অল্প সময়েই দুই নেতার আলোচনার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের মতো বিতর্কিত ও সমালোচিত বিষয়ও ছিল। ট্রাম্পের ভাষ্যমতে, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট অপমানিত বোধ করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে, পুতিন বলেছেন যে তিনি হস্তক্ষেপ করেন নি। ট্রাম্প আবারো তাকে একই প্রশ্ন করলে পুতিন একই উত্তর দেন। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের তখন বলেন যে, এই ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট খুব অপমানিত হয়েছেন এবং এটি যুক্তরাষ্ট্রের জন্যে মোটেই ভালো কিছু নয়। অবশ্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওই রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তদন্ত করছে। বিশেষ তদন্তকারী হিসেবে রবার্ট মুলারকে নিয়োগ দেয়া হয়েছে এবং এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাবেক কয়েকজন সহযোগীর নামও উঠে এসেছে সেখানে। এপেক সম্মেলনে বিশ্বের শীর্ষ এই দুই নেতার কর্মতালিকায় সাক্ষাতের কোনো সূচি না থাকলেও শুক্রবার তাদের মধ্যে দেখা হয়। পরস্পরের সঙ্গে হাতও মেলান তারা। শুক্রবারের ওই নৈশভোজে তাদের মধ্যে হঠাৎ করে দেখা হয় এবং এটি কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে হঠাৎ সাক্ষাতে দু’জনে হাত মেলালেও তেমন কোনো কথা হয়নি। নৈশভোজের আগে অংশগ্রহণকারী শীর্ষ নেতাদের গ্রুপ ছবি তোলার সময়ও ট্রাম্প ও পুতিন পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন। তারপর বিচ্ছিন্ন হয়ে টেবিলের আলাদা আলাদা জায়গায় বসে নৈশভোজে অংশ নিয়েছেন। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, উভয়পক্ষের সূচি না মেলায় আনুষ্ঠানিক বৈঠকের কোনো পরিকল্পনা করা হয়নি, তারপরও তাদের পরস্পরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। ভিয়েতনামের ডানাংয়ে অবতরণ করার কয়েক মিনিট আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেছিলেন, সূচি অনুযায়ী আনুষ্ঠানিক বৈঠক ক্যালেন্ডারে নেই এবং হবে বলে প্রত্যাশাও করছি না। শনিবার ডানাংয়ে এপেক দেশগুলোর নেতাদের মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে। ১২ দিনের এক এশিয়া সফরের চতুর্থ পর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন ভিয়েতনামের এই অবকাশযাপন শহরটিতে আছেন। এর আগে জার্মানির হামবুর্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম যে আনুষ্ঠানিক বৈঠকটি হয়েছে, সেখানে উঠে এসেছিল গত বছরের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গটি। এ বিষয়ে দুই নেতার মধ্যে যে বাক্য বিনিময় হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসেনের বর্ণনায় তা ছিল ‘জোরালো’। বিবিসির খবর। যদিও বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে, এ ব্যাপারে রাশিয়ার কোনো দায় নেই, পুতিনের এমন বক্তব্যকে মেনে নিয়েছেন ট্রাম্প। কিন্তু টিলারসেনের বক্তব্য, এই প্রসঙ্গে দুই দেশ কখনো একমত হবে কি না সেটা স্পষ্ট হয়নি। হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে দুই নেতার এই প্রথম মুখোমুখি আনুষ্ঠানিক বৈঠকটির দৈর্ঘ্য ছিল দুই ঘণ্টার মতো। এই আলোচনায় মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ছাড়াও ঠাঁই পায় সিরিয়া যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তা প্রসঙ্গ। রেক্স টিলারসেন বলেন, দুই নেতা খুব দ্রুতই নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করেন। দুজনের মধ্যে সুস্পষ্টভাবে ইতিবাচক রসায়ন ছিল। টেবিলে আলোচনার জন্য এত বেশি ইস্যু ছিল যে, দুজনের কেউই থামতেই চাইছিলেন না।





আরো খবর