শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ, ১৪৪৫ | ০৮:৪০ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭ ১১:৫০:০৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

রাজশাহীতে শিশু হত্যায় ৩ জনের ফাঁসি

রাজশাহী: রাজশাহীতে শিশু ফজলে হোসেন রাব্বী হত্যামামলার রায়ে তিন জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বিকেলে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- মাজেদুর রহমান সাগর, নাজমুল হক ও রিপন সরকার ওরফে লিটন। একই সঙ্গে মামলার অপর আসামি আসিনুর বেগমকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২০ ডিসেম্বর মোহরপুর উপজেলার বেড়াবাড়ি ডাইংপাড়া গ্রামের আলী হোসেনের দশ বছরের ছেলে ফজলে হোসেন রাব্বীকে অপরহণ করে আসামিরা। পরদিন মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ২৪ ডিসেম্বর আলী হোসেন একটি মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামিদের দেওয়া জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত এ রায় ঘোষণা করেন।





আরো খবর