শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৫:৫৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ০১ নভেম্বর ২০১৮ ০৪:১৮:১১ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু আজ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টা তেকে শুরু হতে যাচ্ছে। স্কুল ও মাদ্রাসা থেকে দুই হাজার ১৪৫ কেন্দ্রে জুনিয়র পর্যায়ের এ পরীক্ষায় মোট ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ ছাত্র-ছাত্রী অংশ নেবে। আজ জেএসসিতে বাংলা ও জেডিসিতে কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের জেএসসিতে মোট ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন ও জেডিসিতে চার লাখ দুই হাজার ৯৯০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। জেএসসি-জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসবে। বিদেশের নয়টি কেন্দ্র থেকে মোট ৫৭৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। শ্রবণ প্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তাদের জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপালসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়াসহ সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে।





আরো খবর