মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২, ৮ জিলকদ, ১৪৪৬ | ০২:২৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১১:২৪:০১ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

সাভারে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ইমরান খান, সাভার প্রতিনিধি

সাভারে শিশু ধর্ষণ মামলার আসামি কামাল হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ছাওয়াবি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের হলে রাতেই আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আসামি কামাল হোসেনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ভোক্তভোগীর বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই শিশুর বাবা ও মা পোশাক শ্রমিক। তারা তাদের সন্তানদের বাসায় রেখে কারখানায় কাজে যান। এসময় সুযোগ বুঝে শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী কামাল হোসেন। শিশুর মা কারখানা থেকে বাসায় আসা মাত্র ঘটনা খুলে বলে ওই শিশু। এঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। পরে অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।






আরো খবর