শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ০৪:৩১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৩:২২:৪৪ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

মুক্তির আগেই রেকর্ড গড়ল 'ফ্রোজেন টু'

আগামী নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যানিমেশন চলচ্চিত্র 'ফ্রোজেন' এর সিক্যুয়েল 'ফ্রোজেন টু'। গত ১৩ ফেব্রুয়ারি ছবিটির ট্রেলার ছাড়া হয়। ট্রেলার দিয়েই রেকর্ড গড়ে ফেলেছে ডিজনির এ ছবিটি। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলারটি দেখা হয়েছে ১১৬.৪ মিলিয়ন বার। এক দিনে কোনো অ্যানিমেশন ছবির ট্রেলার দেখার এটিই সর্বোচ্চ রেকর্ড। এর আগে এ রেকর্ড দখলে নিয়েছিল 'ইনক্রেডিবলস টু'। নতুন রেকর্ডে খুশি ডিজনি। অ্যানিমেশন সিনেমায় ট্রেলার দেখার ক্ষেত্রে 'ফ্রোজেন টু' রেকর্ড গড়ায় তারা দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। ২০১৩ সালে মুক্তি পাওয়া 'ফ্রোজেন' ছবিটি বিশ্বব্যাপী ১.২ বিলিয়ন ডলার ব্যবসা করেছিল। সমালোচকদের কাছেও প্রশংসা পেয়েছিল ছবিটি। এছাড়া প্রথম অ্যানিমেশন ছবি হিসেবে অস্কার পায় 'ফ্রোজেন'। সূত্র: ডিজিটাল স্পাই ও স্ক্রিন র‌্যান্ট





আরো খবর