শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল, ১৪৪৫ | ১০:৩১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯ ০৪:৪০:০৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

এইচএসসিতে প্রথমদিনে অনুপস্থিত ১৪৯৮৮

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন সোমবার ১৪ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া এদিন ২৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির তথ্যমতে, ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থী ৩ হাজার ৪০ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৪৬ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৫১ জন, যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ১৫৬ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯৮৩ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৭১৯ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৮০৩ জন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ হাজার ১৬২ জনসহ সাধারণ ৮ শিক্ষা বোর্ডে মোট ১০ হাজার ১৬০ জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাকেন্দ্রগুলোতে মোট ২ হাজার ৬১৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ২১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকা, কুমিল্লা, যশোর ও চট্টগ্রামে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।মাদ্রাসা শিক্ষা বোর্ডে একজন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২২ জনকে বহিষ্কার করা হয়েছে।





আরো খবর