বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ০৮:২৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ১১:২৯:৫৫ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

ধামরাইয়ে দুই ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

ইমরান খান, সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সিলিন্ডার চালিত ‍দুটি বেপরোয়া গতির ইজিবাইকের সংঘর্ষে শ্রীমন্ত চন্দ্র মনি দাস (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন যাত্রী।

 

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালীপাড়া এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত শ্রীমন্ত মনি দাস ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের লক্ষ্মীন্দর চন্দ্র দাসের ছেলে। সে জুতা পলিসের কাজ করতো।

 

আহতরা হলেন, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৫০), একই ইউনিয়নের রাধানগর এলাকার রহিম উদ্দিনের ছেলে নছর উদ্দিন (৫০), গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে রহিম বাদশা (৩০)।

 

পুলিশ জানায়, সকালে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালীপাড়া এলাকায় বেপরোয়া গতির দুটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এদের মধ্যে একটি ইজিবাইক সাটুরিয়া থেকে কালামপুর যাচ্ছিল। এতে ইজিবাইকের যাত্রী শ্রীমন্ত চন্দ্র নামে এক যাত্রী গুরুতর আহত হন। তাকে নিকটস্থ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আরো তিন যাত্রীকে কাওয়ালীপাড়া স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে তারা সুস্থ্য আছেন।

 

ধামরাই থানার কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, স্থানীয়দের সহযোগিতায় দূর্ঘটনাকবলিত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির ইজিবাইক ‍দুটি পাশাপাশি সংঘর্ষে লিপ্ত হয়। তবে মাথায় গুরুতর আঘাত লেগে যাত্রী শ্রীমন্ত মনি দাসের মৃত্যু হয়েছে।

 

এঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।






আরো খবর