মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১, ২১ রজব, ১৪৪৬ | ০২:২০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ ১০:৩৯:৩২ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

বাংলার সোনালী ঐতিহ্য

রহস্যে আবৃত পৃথিবী নামক গ্রহের একটি প্রান্তে ছোট্ট স্বাধীন ভূমি হিসেবে পরিচয় লাভ করে সোনালী দেশে পরিণত হওয়া এই বাংলাদেশ ৷ কতই না ছিল সুন্দর অবয়বে সুসজ্জিত তার দেহ আর নানা রকম ঐতিহ্যে পরিপূর্ণ ৷ আসলে কেমন ছিল এই মাতৃভূমি বাংলাদেশ !

উঁচুনিচু পাহাড়, শীতল থাকা নদ-নদি, গর্জন করা সমুদ্র সৈকত আর কিচিরমিচির শব্দে গান করা কত মনোমুগ্ধকর পাখির সুরেলা কণ্ঠ ৷ চোখ জুড়ানো বিস্তীর্ণ ভূমি, ঢেউ খেলা ফসলের মাঠ মাধুর্যতায় ভরা এবং কোমরে চাদর মোড়ানো ক্ষেতের যত্ন নেওয়া কৃষকের একাগ্রতায় মুগ্ধ না হয়ে থাকা একেবারেই অসম্ভব ৷ কি অপরূপ তার বৈশিষ্ট্য !

ভোর বেলায় মোরগের ডাক, ভেসে আসা আযানের ধ্বনি মুওয়াজ্জিনের মায়া কণ্ঠে, পাখিদের গুঞ্জনধ্বনি, বয়ে চলা স্নিগ্ধ বাতাস, গাছগাছালি আর সবুজ ফসলের মাঠ ৷ এই সবকিছু যেন মাতোয়ারা করে দেয় ৷ হারিয়ে ফেলে যেন এক প্রশান্তিময় রাজ্যে ৷ সকাল সকাল মাঠের দিকে ছুটে চলা সংগ্রামী কৃষক, মক্তব পানে গ্রামের কিশোর বুকে কুরআন জড়িয়ে, নাস্তা তৈরিতে মায়েদের হাত চলা বিরামহীন ৷ কেউ ছুটে পুকুর দ্বারে আবার কেউ যায় নলকুপে পবিত্রতার খোঁজে ৷ হাঁসগুলো দল বেধে সাঁতার কাটে, নদীর স্রোত চলে একে-বেকে এবং পাশের রাস্তায় চালিয়ে যায় গ্রামের রফিক ভাই রিক্সা নিয়ে ৷ এক অনন্যরূপে সজ্জিত দেশের প্রতিটি গ্রাম ৷ ভুলা কি যায় এমন মনোরম পরিবেশের দেশকে?

এমন একটা দেশ যার ছিল গৌরবময় ঐতিহ্য ৷ কেউ কি ভেবেছিল মনোরম বৈশিষ্ট্যে পূর্ণ এই দেশ একদিন তার সবকিছু হারিয়ে শুধু ঐতিহ্য হয়ে থাকবে? আজ দেখো চারিদিকে এমনটা পরিবেশ বিরাজ করছে কিনা ৷ দেখো আবর্জনার পোশাক পরিধান করেছে দেশ তার সোনালী বস্ত্র ছেড়ে ৷ দেশটি আজ দূষিত শ্বাস ত্যাগ করছে প্রতিনিয়ত ৷ দেশটির দেহের প্রতিটি রন্দ্রে স্থাপিত ব্রীকফিল্ড আর কলকাখানা যার থেকে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর রসায়নিক ও ধোঁয়া ৷ দেখো হাসপাতালে রোগীর সমাহার, বেড়ে চলছে বৃদ্ধাশ্রম, খবরের কাগজে দেখো গণ মৃত্যুর সংবাদ আর চলছে প্রতিমুহূর্ত সড়ক দূর্ঘটনা ৷ পাহাড় কেটে বাড়িয়ে দিচ্ছে ভূমিকম্পের মাত্রা, কমছে জমির উর্বরতা, খাদ্যের ঘাটতিতে বেড়ে চলছে জিনিসপত্রের দাম এবং চলছে আধুনিকতার নামে চারিদিকে অশ্লীলতার স্লোগান ৷

দূষিত ধোঁয়া ছড়ানো ট্রাকটরের পরিবর্তে থাকত কৃষকের হাতে লাঙ্গল, শিশুদের হাতে স্মার্ট ফোনের পরিবর্তে থাকত বিদ্যা অর্জনের বই ৷ এমনকি দেখো পরিবারে মায়ের জাত সদস্যরা পড়ে আছে অশ্লীল হিন্দি সিরিয়ালে যারা পূর্বে থাকত মেতে পূর্বপুরুষদের বীরত্বপূর্ণ গল্পে ৷ বিস্তীর্ণ ভূমির দিকে তাকালে দেখতে পাবে একদিকে করছে পাহাড় আর অন্যদিকে মৃত্যুর কূপ ৷ এছাড়াও পশুচারণের মাঠ আজ নেই বললেই চলে ৷ ছয়টি ঋতুর সৌন্দর্যে আবৃত ছিল বাংলার রূপ যার সবটাই হারানোর পথে বর্তমান ৷ বিভিন্ন ঋতুর ফলফলাদি ছিল ভেজাল মুক্ত ও মিষ্টি রসে পরিপূর্ণ ৷ আজ কেবল তা অতীত হয়ে আছে ৷

এই সব ঐতিহ্যময় জিনিসগুলো শুধু যাদুঘরেই বন্ধি হয়ে আছে কৃত্রিম উপায়ে ৷ তুমি কি মনে করো, স্বীয় দেশটা কি তার সোনালী রূপ আবার ফিরে পাবে?

আবদুর রশীদ
ইংরেজি বিভাগ(৪র্থ বর্ষ) শিক্ষার্থী,
সরকারি সিটি কলেজ চট্টগ্রাম ৷ 






আরো খবর