বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ১০:৪০ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ১২:৪২:৩৪ অপরাহ্ন Zoom In Zoom Out No icon

প্রক্সি, ঢাবির ছাত্র ইবিতে আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বদলি পরীক্ষা (প্রক্সি) দিতে গিয়ে ধরা খেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজন। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। সাজা পাওয়া দুজন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাজী ফেরদৌস হাসান জয় ও যশোর এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাব্বির রহমান। জয়ের বাড়ি নাটোরের জিউপাড়ায় ও সাব্বিরের বাড়ি যশোর জেলায়। কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল এ রায় দেন। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





আরো খবর