শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি , ১৪৪৬ | ১২:০২ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭ ০৫:৫৭:০৯ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

কিশোরগঞ্জে কোটি টাকা নিয়ে সোনালী ব্যাংকের ম্যানেজার উধাও

কিশোরগঞ্জ: ব্যাংকের রক্ষক নিজেই ভক্ষক হয়েছেন। সোনালী ব্যাংকের ব্যবস্থাপক (এজিএম) সাইফুদ্দিন সবুজের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকের এসএমই লোনের অসংখ্য টাকা হিসাব থেকে তুলে নিয়ে লাপাত্তা হয়েছেন ওই ব্যবস্থাপক। এ ঘটনায় সোনালী ব্যাংক কিশোরগঞ্জ অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বাদি হয়ে অভিযুক্ত ব্যাংকের ব্যবস্থাপকের (এজিএম) বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে সদর মডেল থানায় মামলা করেছেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের কার্যালয়ে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাটি প্রকাশ হবার পর ভীতি সৃষ্টি হয়েছে ব্যাংকের গ্রাহকদের মাঝে। আস্থা হারাচ্ছেন তারা ব্যাংকের গ্রাহক সেবায়। প্রতিদিনই নিজেদের সঞ্চিত অর্থের খোঁজ খবর নিতে ভিড় জমাচ্ছেন ব্যাংক সীমানায়। অভিযোগকারীরা জানান, শহরের বিভিন্ন এলাকার এসএমই গ্রাহক আমানতকারী ঠিকাদার, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আমানতকারীরা টাকা জমা দিলে তিনি ভুয়া সিল স্বাক্ষর সম্বলিত রশিদ দিয়ে আমানতকারীদের বিদায় করতেন। পরে টাকা জমা না দিয়ে আমানতকারীদের চেক রেখে টাকা উঠিয়ে ঋণ গ্রহিতাদের এসব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন ম্যানেজার সাইফুদ্দিন সবুজ। এ ঘটনার পর অভিযোগকারীরা বিষয়টি সুরাহার জন্য অডিট টিম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে লিখিত আবেদন করেন। ঘটনা জানাজানি হয়ে পড়ায় প্রাথমিকভাবে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। কিন্তু আদেশ মতো ময়মনসিংহ জিএম অফিসে যোগদান না করে পালিয়ে যান তিনি। এ ব্যাপারে সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নূর মোহাম্মদ জানান, তিনি নিজে বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। মামলায় প্রাথমিকভাবে দুটি ঘটনায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এছাড়া পরবর্তীতে আরও যে সব অভিযোগ আসবে বা পাওয়া যাবে সেসবও এ মামলার অন্তর্ভুক্ত করা হবে।





আরো খবর