বরিশাল : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ ঘটনা ঘটে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বুধবার সকালে বিদ্যালয়ে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রভাত ফেরি শেষে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে বাড়ি যাচ্ছিল ওই ছাত্রী। সকাল ১০টার দিকে বড়দুলালী গ্রামের কাদের সরদার (২৬), রেজাউল সরদার (২৭), তাঁরাকুপি গ্রামের রেজাউল চাপরাশী (২৪) একটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।
এ সময় কাদের সরদার ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে। প্রস্তাব প্রত্যাখান করলে কাদের ও রেজাউল ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। ওই ছাত্রী চিৎকার দিলে যুবকরা পালিয়ে যায়।
খবর পেয়ে থানার এসআই মো. মাজাহারুল ইসলাম বার্থী গ্রামে অভিযান চালিয়ে তাঁরাকুপি গ্রামের রেজাউল চাপরাশীকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে ওসি আফজাল জানান।