মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১, ২১ রজব, ১৪৪৬ | ০৪:৪৯ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮ ০৫:৫১:৪২ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মেলবোর্নে ছুরিকাঘাতের দায়ে বাংলাদেশি নারী আটক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে বাংলাদেশের ২৬ বছর বয়সী নারী মোমেনা সোমা। এ ঘটনায় তার বিরুদ্ধে ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। মোমেনাকে এখন পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন এবিসি নিউজ। এতে বলা হয়, মোমেনা সোমা গত ১লা ফেব্র“য়ারি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে যায়। সেখানে মিলি পার্ক এলাকায় ৫৬ বছর বয়সী এক ব্যক্তির একটি রুম ভাড়া নেয় সে। সেখানেই ঘটে এ ঘটনা। পুলিশ বলেছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে ওই ব্যক্তির বাড়ি থেকে পুলিশে ফোন করে বিষয়টি জানানো হয়। পুলিশ গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে। তিনি ঘুমিয়ে থাকার সময় তার ওপর মোমেনা ছুরিকাঘাত করে। এতে তার কাঁধে ক্ষতের সৃষ্টি হয়। এ সময় মোমেনা একটি কালো বোরকা পরা ছিল বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। সেখানে তার অপারেশন হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। হামলার সময় বাড়িতে ওই ব্যক্তির ছোট মেয়ে উপস্থিত ছিল। তবে তার ওপর কোনো হামলা হয় নি। এ ঘটনার মোমেনা সোমার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাকে রিমান্ডে নেয়া হলেও সে কোনো জামিন আবেদন করে নি। মিল পার্ক এলাকায় ওই বাড়ি ও বুন্দুরা এলাকায় আরেকটি বাড়িতে তল্লাশি চালানোর প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। বুন্দুরার ওই বাড়িতে ওই বাংলাদেশী যুবতী এর আগে থাকতো। তবে এই বাড়িটি কোনোভাবে এ ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছে না পুলিশ। উল্লেখ্য, বাংলাদেশি ওই যুবতী লাট্রোবে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল। ছুরিকাঘাতের এ ঘটনায় মুসলিমদের ওপর পাল্টা প্রতিশোধমুলক হামলা হতে পারে। এমন আশঙ্কায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত উপ কমিশনার রোস গুয়েনথার। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি এই হামলায় শুধু এই একজন নারীই জড়িত। হামলাটি চালিয়েছে এমন একজন যে সন্ত্রাসী হামলার আদর্শে অনুপ্রাণিত হয়েছে বিভিন্ন সময়ে। তিনি আরো বলেন, বাংলাদেশী সম্প্রদায়ের সঙ্গে আমাদের ভাল যোগাযোগ রয়েছে। তাই সবাইকে দৃঢ়তার সঙ্গে পরামর্শ দিচ্ছি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধমুলক কর্মসূচি নেবেন না।





আরো খবর